দেশের এই করোনা মহামারির মধ্যেও ঈদ কে সামনে রেখে সারা দেশের ন্যায় খুলে দেয়া হয় খুলনার সকল দোকান,মার্কেট, শপিং-মল সীমিত পরিসরে খুলে দেয়া হয়। তবে খুলনার অধিকাংশ দোকান স্বাস্থ্যবিধি না মেনে কেনা বেচা করায় আগামীকাল সকাল ৬টা থেকে পুনরায় বন্ধ ঘোষণা করল খুলনা জেলা প্রশাসন।আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতেএ তথ্য নিশ্চিত করেছন।তবে ওষুধ ও নিত্য পন্যের দোকান পূর্ব নিয়মে খোলা থাকবে।
আগামীকাল থেকে খুলনার সকল মার্কেট-শপিং মল বন্ধ ঘোষণা
1
Share.
1 Comment
ঢাকার জন্যও দরকার এটা…