ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবল ঘূর্ণিঝড় আম্ফান থেকে মানুষের জানমাল রক্ষায় আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত ২০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এ জন্য ১৩ হাজার ২৪১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
আজ বুধবার (২০ মে) গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
ইহসানুল করিম জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় নেওয়া ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন আম্ফান থেকে মানুষের জানমাল রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় নেওয়া ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ১৩ হাজার ২৪১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এখন পর্যন্ত ২০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।